Breaking
23 Dec 2024, Mon

করোনা সুরক্ষায় রেল কর্মচারী ও পরিবারের সদস্যেদের ট্রেনে এই প্রথম কোভিড ভ্যাক্সিন দেওয়ার উদ্যোগ নিল রেল কতৃপক্ষ

জেএনএফ ওয়েব ডেস্ক : করোনা সুরক্ষায় রেল কর্মচারী ও তার পরিবারের সদস্যেদের ট্রেনে এই প্রথম কোভিড ভ্যাক্সিন দেওয়ার উদ্যোগ নিলো রেল কতৃপক্ষ। আর তারই অঙ্গ হিসেবে সোমবার রানাঘাট স্টেশনে মোবাইল ভ্যাক্সিনেসন ক্যাম্প করলো পূর্ব রেল কতৃপক্ষ। ট্রেনের কামরায় তৈরি এই মোবাইল ভ্যাক্সিনেসন ক্যাম্প বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে সেই এলাকার রেল কর্মচারী ও তাদের পরিবারকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেবে। এবং এ রেলওয়ে কম্পার্টমেন্টে রয়েছে মিনি হসপিটালের ব্যবস্থা রয়েছে অক্সিজেন ক্লোরিন মিনি ওটি কেবিন। আর রেলের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রেল কর্মীরা।

Developed by