Breaking
23 Dec 2024, Mon

রানাঘাটের ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে দুর্ঘটনায় মৃত শিশু, আহত এক

জেএনএফ ওয়েব ডেস্ক : জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত শিশু আহত এক। সূত্রে খবর জানা যায় রানাঘাটের ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে স্কুটিতে চেপে বাবার সঙ্গে বাড়ি ফিরছিল মেয়ে। কলকাতা থেকে কৃষ্ণনগরের মুখী একটি লরি সজোরে ধাক্কা মারে স্কুটিতে। ঘটনার পরে আহত বাবা মেয়েকে রানাঘাটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা ১০ বছরের শিশুকন্যাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ ময়না তদন্তের জন্য দেহটিকে পুলিশ মর্গে পাঠায়।চিকিৎসাধীন বাবা। ঘটনার পর পুলিশ গাড়িটিকে তারা করে রাণাঘাট কোট মোড় ট্রাফিক জাম করিয়ে লরি থেকে আটক করে।

Developed by