Breaking
23 Dec 2024, Mon

হলদিবাড়িতে কৃষক প্রশিক্ষণ শিবির, কৃষি অনুদান ও মৃত্যুকালীন সহায়তার চেক তুলে দিলেন শিক্ষা প্রতিমন্ত্রী

জেএনএফ ওয়েব ডেস্ক : কৃষকদের আধুনিক চাষ সম্পর্কে জানাতে প্রশিক্ষণ শিবিরের পাশাপাশি কৃষি উপকরণ বিতরণ চেক প্রদান করা মেখলিগঞ্জের হলদিবাড়িতে। আজ হলদিবাড়ির দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্য হুদুমডাঙ্গায় ব্লক কৃষি দফতরের উদ্যোগে ওই প্রশিক্ষণ শিবির করা হয়। প্রশিক্ষণ শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী।
এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন হলদিবাড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক তাপসী দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি নুপুর বর্মন, সহ কৃষি অধিকর্তা সঞ্জীব দাস, যুগ্ম ব্লক উন্নয়ন আধিকারিক জ্যোতির্ময় সরকার, কোচবিহার জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ গোপাল চন্দ্র রায় সহ স্থানীয় প্রশাসনের বেশ কয়েকজন আধিকারিক ও জনপ্রতিনিধি সহ বিশিষ্টজনেরা।
প্রশিক্ষণ শিবিরের পাশাপাশি এদিন কৃষকদের মৃত্যুকালীন সহায়তা ২ লক্ষ টাকা কৃষক সহায়তার ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়। দেওয়া হয় আধুনিক চাষবাসের জন্য বিভিন্ন কৃষিযন্ত্র। করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্য বিধি মেনে ওই প্রশিক্ষণ শিবির করা হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Developed by