Breaking
1 Nov 2024, Fri

ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের পশ্চিম দেওগাঁও এর মুজনাই নদীর তীরে শ্মশানের বেহাল দশার কারনে ক্ষোভ বাসিন্দাদের!

জেএনএফ ওয়েব ডেস্ক : শ্মশানে শেষকৃত্য করতে গেলে পাওয়া যায় না জল। রাতের বেলায় থাকে না পর্যাপ্ত আলো। যার ফলে শেষকৃত্য করতে আসা মানুষজনরা প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছেন। এমনই বেহাল দশা ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের পশ্চিম দেওগাঁও এর মুজনাই নদীর তীরে তৈরি শ্মশানে। শ্মশানের বেহাল দশার কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দাহ করার জন্য ফালাকাটা ব্লকের পশ্চিম দেওগাঁও মুজনাই নদীর তীরে তৈরি শ্মশানটির অবস্থা বেহাল। অপরিকল্পিত ভাবে শ্মশানের চুল্লি বানানোর ফলে মৃতদেহ পোড়াতে গেলে মৃতদেহ গড়িয়ে পরে যায় বলে অভিযোগ গ্রামবাসীর। ফলে চুল্লিতে মৃতদেহ না পুড়িয়ে পার্শ্ববর্তী মুজনাই নদীর তীরে পোড়ানো হয় বলে জানান গ্রামবাসীরা। এদিকে সরকারি অর্থ ব্যয়ে নির্মিত শ্মশান এখন আগাছায় জরাজীর্ণ অবস্থায় অকেজো হয়ে রয়েছে। শ্মশান সংস্কার করে ব্যবহারের উপযুক্ত করে দেওয়ার দাবি তুলছেন এলাকাবাসী।

Developed by