Breaking
23 Dec 2024, Mon

সাতদিনের উত্তরবঙ্গ সফর সেরে কলকাতা ফিরলেন রাজ্যপাল জগদীপ ধনকড়

জেএনএফ ওয়েব ডেস্ক : সোমবার সাত দিনের উত্তরবঙ্গ সফরে শেষে কলকাতা ফিরে গেলেন রাজ্যপাল জয়দীপ ধনকড়। এদিন বাগডোগরা বিমান বন্দরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সাতদিনের সফর অত্যন্ত লাভদায়ক। জনপ্রতিনিধি বিধায়ক,সাংসদ,এনজিও আর অন্যান্য ব্যক্তিরা লাগাতার আমার সাথে যোগাযোগ করেছে। এবং পরিস্থিতির তথ্য দিয়েছে। সবাই এক সুরে বলেছেন যে গোর্খা টেরিটোরিয়াল এডমিনিস্ট্রেশন ঠিক মত কাজ করছে না। ২০১৭ সাল থেকে পাহাড়ে কোন নির্বাচন হয় নি। যা অত্যন্ত চিন্তার বিষয়। তিনি আরও বলেন এত বছর থেকে জিটিএ-র অডিট না হাওয়া এইটা ভাল কথা না। আমি জিটিএর অডিট সিএজি কে দিয়ে করাবো। যাতে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। কোন ভাবেই দুর্নীতিকে বরদাস্ত করা হবে না। যে দোষী হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপর বিমানে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন।

Developed by