Breaking
23 Dec 2024, Mon

বুদ্ধিমত্তা খাটিয়ে নিজের বাড়ির দেওয়ালে জমে থাকা শেওলা থেকে বিভিন্ন প্রাণীর ছবি এঁকে তাক লাগালেন দীপক মহন্ত!

জেএনএফ ওয়েব ডেস্ক : ঘরে বসে না থেকে বুদ্ধিমত্তা খাটিয়ে নিজের বাড়ির দেওয়ালে জমে থাকা শেওলা থেকে বিভিন্ন প্রাণীর ছবি এঁকে তাক লাগালেন জলপাইগুড়ি শহরের বাসিন্দা দীপক মহন্ত। আর দীপক বাবুর শ্যাওলার তৈরি বিভিন্ন অবয়ব দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন দেখার জন্য। এমন চিন্তা ভাবনা হঠাৎই বা তিনি পেলেন কোত্থেকে? এ প্রশ্নের উত্তরে দীপক বাবু বলেন, ধারণা কবে এলো ঠিক মনে নেই, তবে একদিন দেখতে পাই বাড়ির দেওয়ালে যথেষ্ট শ্যাওলা জমে আছে। তা রং করার মতো আর্থিক সামর্থ ছিলনা। তাই ভাবলাম এখানে বিভিন্ন প্রাণীর ছবি এঁকে একটা নতুন ডিজাইন বা রূপ দেওয়া যেতে পারে। আর সেখান থেকেই শুরু হয় তার এই প্রয়াস। দেওয়ালে তিনি এঁকেছেন ময়ূর, বাঁদর, হরিণ প্রভৃতির ছবি। পাশাপাশি অন্যান্য ডিজাইনও করা হয়েছে। সাধারণ তুলি, রং, সিমেন্ট, শিরিষ কাগজ, ব্লেড প্রভৃতি ব্যবহার করেই এই অপরূপ দৃশ্য তৈরি করেছেন দীপক বাবু। লকডাউনের মধ্যে শুধু বাড়িতে বসে সময় না কাটিয়ে এ ধরনের কাজে মনোনিবেশ করলে মানসিক ও শারীরিকভাবে অনেক ভালো থাকা যায় বলে বিশ্বাস দীপক বাবুর।

Developed by