Breaking
1 Nov 2024, Fri

শিলিগুড়ি মহকুমার মধুজোত থেকে উদ্ধার তিনটি সিভেট ক্যাটের বাচ্চা ব্যাপক চাঞ্চল্য

জেএনএফ ওয়েব ডেস্ক : শনিবার রাতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের জালাস নিজামতলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মধুজোত থেকে উদ্ধার তিনটি সিভেট ক্যাটের বাঁচ্চা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে শনিবার রাতে স্থানীয়রা প্রথমে রাস্তার পাশে চিতাবাঘের বাঁচ্চা ভেবে চাঞ্চল্য ছড়ায়। এবং তরীঘরী স্থানীয়রা খবর দেন বনদপ্তরকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ঘোষপুকুর বনবিভাগের কর্মীরা। এরপর বনকর্মীরা গিয়ে দেখেন ওই বাচ্চাগুলো চিতাবাঘের নয় সিভেট ক্যাটের বাঁচ্চা। বনকর্মীরা ওই বাচ্চাগুলোকে উদ্ধার করে। এবং যেখান থেকে উদ্ধার হয় সেখানে ছেড়ে দেয়।

Developed by