Breaking
24 Dec 2024, Tue

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে বিধাননগরে সচেতনতা মূলক র‍্যালি করল বিধাননগর থানার পুলিশ

জেএনএফ ওয়েব ডেস্ক : শনিবার আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের সচেতনতা মূলক র‍্যালি করল বিধাননগর থানার পুলিশ। এদিন র‍্যালিটি শুরু হয় বিধাননগর থানার সামনে থেকে। এরপর বিধাননগর বাজার পরিক্রমা করে শেষ হয় বিধাননগর থানার সামনে এসে। উপস্থিত ছিলেন নকশালবাড়ি সার্কেলের সিআই সুদীপ্ত সরকার,বিধাননগর থানার ওসি মানস দাস,পুলিশ কর্মী মিনাল বসনিয়া,সুমন সরকার সহ বিধাননগর থানার সকল পুলিশ কর্মীরা। এই বিষয়ে বিধাননগর থানার ওসি মানস দাস বলেন আজকে বিশ্ব মাদক বিরোধী দিবস। গোটা বিশ্বের পাশাপাশি বিধাননগরেও সচেতনতামূলক র‍্যালি করা হল। এর পাশাপাশি সকলের উদ্দেশ্যে বার্তা দিতে চাই এই মাদকের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি। গত তিন থেকে চারদিনে আমরা চারটে এনডিপিএস বি এক্টে মামলা করেছি। এবং আগামীদিনেও আমাদের অভিযান লাগাতার চলবে। যারা এই মাদকের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে তাদের কোন ভাবে ছাড় দেওয়া হবে না।

Developed by