Breaking
24 Dec 2024, Tue

কোচবিহারের তিন বিঘায় শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাতে এলেন দিলীপ ঘোষ

জেএনএফ ওয়েব ডেস্ক : কোচবিহারের তিন বিঘায় শহীদদের শ্রদ্ধাঞ্জলি, জলপাইগুড়িতে দলীয় ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণ, পুরসভা নির্বাচন প্রভৃতি বিষয় নিয়ে জলপাইগুড়িতে এলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। শনিবার শহরের কদমতলার একটি হোটেলে সাংবাদিক সম্মেলনে যোগ দিয়ে শাসক দলের বঞ্চনা নিয়ে অভিযোগ তোলেন তিনি। সম্প্রতি রাজ্য ভাগ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সে বিষয়ে বলেন, দীর্ঘদিন থেকে উত্তরবঙ্গকে বিভিন্ন বিষয় থেকে বঞ্চিত রেখেছে রাজ্য সরকার। আর তাদের প্রতিনিধিরা মানুষের কথা বলেছেন, তা একান্তই ব্যক্তিগত বলে মন্তব্য করেন তিনি। মিউনিসিপ্যালিটির অধিকাংশ ক্ষেত্রেই বিজেপি বেশি ভোট পেয়েছে। তাই আগামী পুরসভা ভোটে বিজেপির জয় নিশ্চিত বলে দাবি করেন দীলিপবাবু। উত্তরবঙ্গে যে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলি মাথাচাড়া দেওয়ার একটি প্রবণতা তৈরি হয়েছে, তার দায়ও রাজ্য সরকারের বলে অভিযোগ তার। বেকার যুবকদের যথেষ্ট কর্মসংস্থান করা হয়নি। পাশাপাশি অন্যান্য বিভিন্ন কারণেই বিচ্ছিন্নতাবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে বলে দাবি করেন তিনি।

Developed by