Breaking
24 Dec 2024, Tue

ঝাড়গ্রাম জেলার তিন আইসি সহ মোট চারজনকে বদলি করল রাজ্য পুলিশ

জেএনএফ ওয়েব ডেস্ক : এবার ঝাড়গ্রাম জেলার তিন আইসি সহ মোট চারজনকে বদলি করল রাজ্য পুলিশ। গত ২৪ জুন রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজি এণ্ড আইজিপি(আইনশৃঙ্খলা)র স্বাক্ষরিত এক নির্দেশিকায় মোট ১১০ জনের বদলি সংক্রান্ত নির্দেশিকা বেরিয়েছে। তাতে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম থানার আইসি পলাশ চট্টোপাধ্যায়কে রানাঘাটের কোর্ট ইন্সপেক্টর পদে বদলি করা হয়েছে। ঝাড়গ্রাম থানার আইসি হয়ে আসছেন পুরুলিয়া সদরের সিআই প্রণবকান্তি সাহু। বিনপুর থানার আইসি হিমাংশু বিশ্বাসকে কোচবিহারের ডিআইবির ইন্সপেক্টর পদে বদলি করা হয়েছে। বিনপুর থানার আইসি হয়ে আসছেন তমলুকের সিআই স্বরূপ বসাক। বেলপাহাড়ি থানার আইসি সুপ্রিয়রঞ্জন মাজীকে কোচববিহারের এমপিবি ইন্সপেক্টর পদে বদলি করা হয়েছে। বেলপাহাড়ি থানার আইসি হয়ে আসছেন সুন্দরবন পুলিশ জেলার ডিআইবি ইন্সপেক্টর পদে থাকা বিশ্বজিৎ বিশ্বাস। ঝাড়গ্রামের ডিআইবির ইন্সপেক্টর সঞ্জয় শ্রীবাস্তবকে বদলি করা হয়েছে হাওড়ার লিলুয়া থানার আইসি পদে। পুলিশ মহলে, তিন আইসির বদলিকে ‘শাস্তি’ হিসেবে ধরা হলেও এটি ‘রুটিন’ বদলি বলছেন পুলিশের শীর্ষকর্তারা।

Developed by