Breaking
24 Dec 2024, Tue

বনকর্মী বুদ্ধদেব শবরের মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়াল বনদপ্তর ও পশ্চিমবঙ্গ রাজ‍্য সরকারি কর্মচারী ফেডারেশন

জেএনএফ ওয়েব ডেস্ক : হাতি তাড়াতে গিয়ে মৃত্যু হওয়া বনরক্ষীর পরিবারের পাশে দাঁড়াল বনদপ্তর। গত ১৩ জুন সন্ধ্যায় ঝাড়গ্রাম ব্লকের ভেষজ উদ্যানে হাতি তাড়াতে গিয়ে হাতির হামলার মুখে পড়েন বনরক্ষী বুদ্ধদেব শবর। আটচল্লিশ বছর বয়সের বুদ্ধদেব শবরের বাড়ি ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের গিধনি গ্রামে। তিনি লোধাশুলি রেঞ্জের লোধাশুলি বিটে বনরক্ষী পদে কর্মরত ছিলেন। শুক্রবার ঝাড়গ্রামের ডিএফও অফিসে বনরক্ষী বুদ্ধদেব শবরের মা ও স্ত্রীর হাতে সরকারি ক্ষতিপূরণের ৫ লাখ টাকার চেক তুলে রাজ্যের বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা। উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের ডিএফও সেখ ফরিদ এবং পশ্চিমবঙ্গ রাজ‍্য সরকারি কর্মচারী ফেডারেশেনের ঝাড়গ্রাম জেলার সভাপতি মইদুল আলি খান। এদিন কর্মী সংগঠনের পক্ষ থেকেও আরো ১ লাখ টাকার চেক তুলে দেওয়া হয় পরিবারের হাতে। মৃত বনরক্ষীর পরিবারের পাশে থাকারও আশ্বাস দেন বন প্রতিমন্ত্রী।

Developed by