Breaking
24 Dec 2024, Tue

ছাগলের লোভে লোকালয়ে পাইথন!

জেএনএফ ওয়েব ডেস্কঃব: ছাগলের লোভে লোকালয়ে পাইথন।জঙ্গল থেকে বেড়িয়ে ছাগলকে মেরে ফেলায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন মাদারিহাটের সুভাষ কলোনি এলাকার। জানা যায় ছাগল ধরতে এসে স্থানীয়দের নজরে পড়ে একটি বিশাল আকার বার্মিজ পাইথনের।মাদারি হাটের সুভাষ কলোনির বাসিন্দারা হঠাৎ একটি ছাগলের চিৎকার শুনে জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় গিয়ে দেখে যে, পুরোনো চুন ভাটির পাশে যেখানে চতুর্দিক আগাছায় ভর্তি সেখানে একটি ছাগলকে বিশাল আকার একটি পাইথন পেঁচিয়ে রেখেছে । স্থানীয়রা বন দফতর কে খবর দেয় । বনকর্মীরা এসে পাইথন টি কে উদ্ধার করে জলদাপাড়া জঙ্গলে ছেড়ে দেয় । তবে ছাগলটি পাইথন এর চাপে মারা যায় বলে জানা যায়।

Developed by