Breaking
24 Dec 2024, Tue

ষাটোর্ধ্ব এক অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার করল শান্তিপুর থানার পুলিশ!

জেএনএফ ওয়েব ডেস্ক : ষাটোর্ধ্ব এক অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার করলো শান্তিপুর থানার পুলিশ। সূত্রে জানা যায় শুক্রবার সকাল ১১ টা নাগাদ শান্তিপুর গোবিন্দপুর জাতীয় সড়কের পাশে ওই ষাটোর্ধ্ব অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধকে পড়ে থাকতে দেখে এলাকার লোকজন। তারপরই শান্তিপুর থানায় ফোন করে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাত পরিচয় ব্যক্তির নাম জানা যায়নি জাতীয় সড়কের পাশে গায়ে কাদা মাখা অবস্থায় পড়েছিল ওই ষাটোর্ধ্ব বৃদ্ধ। পুলিশের প্রাথমিক অনুমান কোন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হতে পারে যে কোন কারণবশত মৃত্যু হয় তার। ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ এবং ময়নাতদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠায়। মৃতদেহটির পরিচয় সন্ধানে তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ।

Developed by