Breaking
1 Nov 2024, Fri

জলপাইগুড়ি জেলা যুব ও মহিলা মোর্চার পক্ষ থেকে ভ্যাকসিনেশনের জন্য ডেপুটেশন দেওয়া হল সিএমএইচকে

জেএনএফ ওয়েব ডেস্ক : জলপাইগুড়ি জেলা যুব ও মহিলা মোর্চার পক্ষ থেকে ভ্যাকসিনেশনের বিষয় ডেপুটেশন দেওয়া হল জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে। শুক্রবার যুব মোর্চার সদস্যরা তাদের দাবিপত্র তুলে দেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কাছে। জলপাইগুড়ি জেলা যুব মোর্চা সভাপতি পলেন ঘোষ বলেন, ভুয়ো ভ্যাকসিন নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়েছে রাজ্যে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে আবেদন পত্রে বলে জানান তিনি। পাশাপাশি তৃতীয় ঢেউ আসতে চলেছে এবং শিশুদের যেহেতু সংক্রমনের আশংকা বেশি, তাই সে দিকে লক্ষ্য রেখে স্বাস্থ্য দপ্তরেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হয়। জলপাইগুড়ি কোভিড হাসপাতালে কোনো রোগী ভর্তি করাতে গেলে সেখানে আগেই বলে দেওয়া হচ্ছে অক্সিজেন নেই, বলে অভিযোগ। পাশাপাশি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ওখান থেকে পরামর্শ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন পলেন বাবু। এসব বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কাছে বলে তিনি জানান।

Developed by