Breaking
24 Dec 2024, Tue

ভ্যাক্সিনেশন অন দ্য স্পট শুরু করল জলপাইগুড়ি পুরসভা!

জেএনএফ ওয়েব ডেস্ক : এবার ভ্যাক্সিনেশন অন দ্য স্পট শুরু করলো জলপাইগুড়ি পুরসভার। দিনবাজার হটস্পট বলে পরিচিত জায়গা থেকেই শুক্রবার এই কর্মসূচি শুরু করা হয় বলে জানান পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল। তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পুরসভার উদ্যোগে ভ্যাক্সিনেশন প্রক্রিয়া তিনটি ইউনিট অনুযায়ী এর আগেই শুরু হয়েছে। এবার অন দ্য স্পট ভ্যাক্সিনেশন শুরু করল পুরসভা। দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মলয় সাহা বলেন, দুদিন ধরে অন দ্যা স্পট ভ্যাক্সিনেশন চলবে এখানে।

Developed by