Breaking
24 Dec 2024, Tue

জলপাইগুড়ির কোতোয়ালি থানায় সাংসদ জন বারলা ও সৌমিত্র খাঁ এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল

জেএনএফ ওয়েব ডেস্ক : রাজ্য ভাগ করতে চাইছেন বিজেপির সাংসদরা। আর এর প্রতিবাদে শুক্রবার ফের জলপাইগুড়ি কোতোয়ালি থানায় সাংসদ জন বারলা ও সৌমিত্র খাঁ এর বিরুদ্ধে দায়ের করা হল অভিযোগ। এদিন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বাংলা ভাগ নিয়ে সাংসদদের উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ করা হয়। এদিন জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুবব্রত চৌধুরী বলেন, দিনের পর দিন এই সাংসদরা বাংলা ভাগের পক্ষে কথা বলে যাচ্ছেন। এর তীব্র বিরোধিতা তারা করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উত্তরবঙ্গে বিভিন্ন জনহিতকর কাজ করে চলছে, কিন্তু সেদিকে না তাকিয়ে তারা বাংলা ভাগের পক্ষে সায় দিচ্ছেন। প্রশাসনিক স্তরে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আর্জি জানান তিনি।

Developed by