Breaking
24 Dec 2024, Tue

ফালাকাটা ব্লকের দেওগাঁও ২ নং নিম্ন বুনিয়াদী বিদ্যালয় প্রাঙ্গণে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর প্রায় ১৭০ জন পড়ুয়াকে পরীক্ষার ব্যবস্থা করল DYFI ও SFI

জেএনএফ ওয়েব ডেস্ক : শুক্রবার আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের দেওগাঁও ২ নং নিম্ন বুনিয়াদী বিদ্যালয় প্রাঙ্গণে সম্পুর্ন কোভিড বিধি মেনে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর প্রায় ১৭০ জন ছাত্র ছাত্রীর পরীক্ষার ব্যবস্থা করলো DYFI ও SFI ফালাকাটা দুই নং লোকাল কমিটি। জানা গিয়েছে, রেড ভলান্টিয়ার্স এর উদ্যোগে এবং DYFI ও SFI ফালাকাটা দুই নং লোকাল কমিটির ব্যবস্থাপনায় শুক্রবার ফালাকাটা ব্লকের দেওগাঁও এলাকার ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের রীতিমত প্রশ্ন পত্র ছাপিয়ে পরীক্ষার ব্যবস্থা করা হয়। উদ্যোক্তাদের অভিযোগ, যেখানে সব কিছুই এক প্রকার খোলা সেখানে শুধুমাত্র স্কুলগুলো বন্ধ থাকায় ছাত্র ছাত্রীদের মধ্যে পড়াশুনার প্রতি অনীহা সৃষ্টি হচ্ছে। তাদের কথা চিন্তা করে এই ধরনের উদ্যোগ বলে জানান তারা। এদিন পরীক্ষা দিতে এসে ভীষণ খুশি পরীক্ষার্থীরা।

Developed by