Breaking
25 Dec 2024, Wed

করোনার গণ টিকাকরন সহ একাধিক দাবিতে কোচবিহার ও দিনহাটায় আন্দোলনে বামেরা

জেএনএফ ওয়েব ডেস্ক : করোনার গনটিকা করন, পেট্রপণ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি সহ বিভিন্ন দাবি দাবা নিয়ে কোচবিহার জেলার বিভিন্ন মহকুমা দফতর ঘেরাও অবস্থান কর্মসূচী পালন করল বামেরা। আজ কোচবিহার সদর মহকুমা শাসকের দফতরের সামনে সিপিআইএম নেতা অনন্ত রায় ও ফরোয়ার্ড ব্লক নেতা দীপক সরকারের নেতৃত্বে ও দিনহাটায় ফরওয়ার্ড ব্লক নেতা আব্দুর রউফের নেতৃত্বে ওই আন্দোলন কর্মসূচী পালন করা হয়।
সিপিআইএম নেতা বলেন,“আমরা এর আগেও কোচবিহারের জেলা শাসকের দফতরের সামনে দাবি করেছিলাম গনটিকা করনের জন্য। আজও কোচবিহার সদর মহকুমা দফতরের সামনে অবস্থান বিক্ষোভ আন্দোলন কর্মসূচী পালন করা হল। গনটিকা করন ছারাও পেট্র পণ্যের বর্ধিত মূল্য প্রত্যাহার, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও লকডাউনের জেরে ক্ষতিগ্রস্ত মানুষ যারা ট্যাক্স দেন না, তাঁদের মাসে সাড়ে ৭ হাজার টাকা অনুদান দেওয়ার দাবি সহ বেশ কিছু দাবি তুলে ধরা হয়েছে। এই দাবি পূরণ না হলে আগামী দিনে লকডাউন উঠে যাওয়ার পর আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”

Developed by