Breaking
25 Dec 2024, Wed

আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে ফালাকাটা থানায় দুঃস্থ ও বয়স্ক ব্যক্তিদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

জেএনএফ ওয়েব ডেস্ক : “করোনার বিরুদ্ধে আমরা সবাই” এই স্লোগানকে সামনে রেখে আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে ফালাকাটা থানায় ব্লকের দুঃস্থ ও বয়স্ক ব্যক্তিদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ অনুষ্ঠান সংগঠিত হয়।শুক্রবার ফালাকাটা থানা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্লকের প্রায় দুইশো দুঃস্থ ও বয়স্ক ব্যক্তিদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার ভোলানাথ পান্ডে, অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দোপাধ্যায়, ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডা. চন্দন ঘোষ, ফালাকাটা বিডিও সুপ্রতিক মজুমদার, ফালাকাটা থানার আই সি সনাতন সিংহ সহ অন্যান্য জেলা ও ব্লক আধিকারিক।

Developed by