জেএনএফ ওয়েব ডেস্ক : বুধবার রাতে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অবিভক্ত মেদিনীপুর জেলার SFI এর প্রাক্তন সভাপতি তপন সেনরায়। অবিভক্ত মেদিনীপুর জেলায় সত্তরের দশকের বাম ছাত্র আন্দোলনের এক নক্ষত্র ছিলেন তিনি। স্বাধীনতা সংগ্রামের দুর্ভেদ্য মাটিতে প্রগতিশীল বিপ্লবী ধারার ঐতিহ্য বহন করে সত্তরের দশকের বাম ছাত্র আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। গতকাল উনি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন,’আরোগ্য লাভের জন্য কলকাতা যাচ্ছি।’ কিন্তু ফেরা হল না তপনবাবুর। তাঁর মৃত্যুতে শোকাহত অবিভক্ত মেদিনীপুর জেলার বাম আন্দোলনের নেতা-কর্মীরা। তিনি রেখে গেলেন তাঁর স্ত্রী ও দুই কন্যাকে। রাজ্যের ছাত্র আন্দোলনের অন্যতম মুখ মধুজা সেন রায় হলেন তপন সেন রায়ের কন্যা। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঝাড়গ্রাম জেলার সিপিএমের সম্পাদক পুলিন বিহারী বাস্কে। এক শোকবার্তায় পুলিন জানিয়েছেন,’প্রবীণ পার্টি সদস্য ও অফিস-২ শাখার সম্পাদক কমরেড তপন সেনরায় গতকাল রাতে প্রয়াত হয়েছেন। তার মৃতদেহ আজ বেলা ১১ টা নাগাদ প্রথমে পার্টির জেলা কেন্দ্রে,তারপর LIC অফিস, তারপর CITU রোডট্রান্সপোর্ট অফিস হয়ে তাঁর বাড়ি হয়ে বাছুরডোবা শ্মশানে নিয়ে যাওয়া হবে।
করোনা বিধি মেনে ঝাড়গ্রাম শহরের কমরেডদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।’ প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই ‘ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের’ পক্ষ থেকে।