Breaking
25 Dec 2024, Wed

বাংলা ভাগের চক্রান্তের প্রতিবাদে মাথাভঙ্গায় জন বার্লার কুশপুতুল দাহ করল তৃণমূলের ছাত্র-যুবরা

জেএনএফ ওয়েব ডেস্ক : একুশের বিধানসভা নির্বাচনের পর বাংলা ভাগের চক্রান্ত শুরু করছে বিজেপি। গত সপ্তাহে আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লার উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হিসেবে ঘোষণা করার জন্য মন্তব্য করেন। তিনি উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি তোলেন। তারপরেই সরগরম হয় গোটা পশ্চিমবাংলা রাজনীতি। একের পর এক আলোচনায় শিরোনাম উঠে আসছে বাংলা ভাগের চক্রান্তকে রুখতে।বিজেপি বাদ দিয়ে সবাই এর বিরোধিতা করছে। জন বার্লার এই মন্তব্য কে ঘিরে আজ মাথাভাঙ্গা ১ নং ব্লক ছাত্র-যুব যৌথভাবে শিকারপুরে জন বার্লার কুশপুত্তল দাহ করে।
এদিন ওই কর্মসূচিতে নেতৃত্ব দেন যুব নেতা কামাল হোসেন, ছাত্রনেতা জয়দীপ বর্মন, শিকার পুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাজু বর্মণ, নেতাজির বর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিন মাথাভাঙ্গা ১ নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি জয়দীপ বর্মন বলেন, বিজেপি হেরে যাওয়ার পর তাদের মাথা খারাপ হয়ে গেছে তাই আলিপুরদুয়ারের সংসদ জন বার্লা অযথা ভুলভাল বকছে এবং বাংলাকে ভাগ করতে চাইছে। বাংলা ভাগের চক্রান্তকারী আমরা তৃণমূল ছাত্র পরিষদ এর পক্ষ থেকে আজকে আলিপুরদুয়ারের সাংসদের কুশপুতুল দাহ করলাম।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এরপরেও যদি এ ধরনের মন্তব্য কোন বিজেপি নেতারা করে তাহলে আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। এদিন শিকারপুর এলাকা মিছিল পরিক্রমা করে শেষে সাংসদ জন বার্লার কুশপুতুল দাহ করা হয়।
মাথাভাঙা টাউন ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তিনি বলেন, এধরনের কর্মসূচি প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত স্তরে আমরা করব। সেই নির্দেশ প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত স্তরে নেতাদের ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে।

Developed by