Breaking
25 Dec 2024, Wed

রেড ভলান্টিয়ারদের হাতে মাস্ক ও অক্সিজেন সিলিন্ডার তুলে দিল পায়রাডাঙার বৈদ্যপুরে বিজ্ঞান মঞ্চ

জেএনএফ ওয়েব ডেস্ক : পায়রাডাঙার বৈদ্যপুরে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রাণাঘাট কেন্দ্রের পক্ষ থেকে কোভিড রোগীদের সেবায় নিয়োজিত রেড ভলান্টিয়ারদের হাতে মাস্ক ও অক্সিজেন সিলিন্ডার তুলে দেওয়া হল।রাণাঘাট বিজ্ঞান মঞ্চের সম্পাদক বৈদ্যপুর অঞ্চলের মানুষকে স্বাস্হ্য সচেতনতার বিষয়ে অবহিত করেন এবং কুসংস্কারমুক্ত ও বিজ্ঞান মনস্ক হওয়ার আহ্বান জানান। মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রাণাঘাট কেন্দ্রের দ্বিতীয় প্রয়াস। এই অতিমারিতে বিজ্ঞান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে রাণাঘাট কেন্দ্রের অধীনে বৈদ্যপুরেএকটি নতুন চক্র গঠিত হল।

Developed by