Breaking
25 Dec 2024, Wed

দাদার বাড়ি থেকে টিভিতে সিরিয়াল দেখে বাড়ি ফেরার পথে এক ১৩ বছরের আদিবাসী নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ!

জেএনএফ ওয়েব ডেস্ক : দাদার বাড়ি থেকে টিভিতে সিরিয়াল দেখে বাড়ি ফেরার পথে এক আদিবাসী ১৩ বছরের নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। অভিযোগ দায়ের করা হয় কৃষ্ণগঞ্জ থানায়। নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার হারিস নগর এলাকার ঘটনা। অভিযোগ গত কাল রাত্রে বাড়ির কাছেই দাদার বাড়ি থেকে সিরিয়াল দেখে বাড়ি ফেরার পথে হঠাৎ দুই ভাই সুজিত ভট্টাচার্য ও প্রসেনজিৎ ভট্টাচার্য মেয়েটিকে মুখ চেপে জোরপূর্বক একটি জঙ্গলে নিয়ে যায়। সেই সময় আচমকাই মেয়ের মুখ থেকে হাত সরে যায় তখন মেয়েটির চিৎকার করে মাকে ডাকতে থাকে। মেয়ের আর্তনাদে মা বাবা ও প্রতিবেশীরা ছুটে আসে। তখনই অবস্থা বেগতিক দেখে ওই দুই যুবক পালিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে কৃষ্ণগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই যুবক কে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করে। আজ অভিযুক্তদের কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়। পরিবারের দাবি অভিযুক্তদের দৃষ্টান্ত মূলক শাস্তির। তবে অভিযুক্তদের পরিবারের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি মিথ্যা ভাবে ফাঁসানো হয়েছে ওই যুবকদের। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

Developed by