Breaking
26 Dec 2024, Thu

সকলের জন্য রেল বাস চালুর দাবি নিয়ে ভারত জাগো আন্দোলনের সদস্যরা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখালো শান্তিপুর রেল স্টেশনের সামনে

জেএনএফ ওয়েব ডেস্ক : করোনার প্রথম থেকেই গতানুগতিকতার সম্পূর্ণ বিপরীতে অবস্থান করা কিছু মানুষ পথে নেমেছিলেন, মাস্ক বাধ্যতামূলক, লকডাউন, প্রভৃতি নানা বিষয়ে । তাদের দাবি অনুযায়ী রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী যা জানতে পেরেছেন, তা ব্যবহারিক অপ্রয়োগের মধ্যে বিস্তর পার্থক্য। সে বিষয়ে সাধারণ মানুষের মধ্যে জনমত গড়ে তুলতে বহুবার দেখা গেছে। আজ
নদিয়ার শান্তিপুর স্টেশনের সামনে এক শান্তিপূর্ণ প্রতীকী বিক্ষোভ অনুষ্ঠিত করেন তারা। তারা জানান, কোলকাতা এবং অন্যান্য দু’একটি জেলাতেও একইভাবে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। সরকারি কর্মীদের উপস্থিতির হার বেঁধে দিচ্ছে সরকার! অথচ ট্রেন বন্ধ। রাজ্যের সিংহভাগ সাধারণ মানুষ বিভিন্ন পেশার সাথে যুক্ত থাকেন, প্রধান গনপরিবহন ব্যবস্থা অর্থাৎ ট্রেন বাস বন্ধ থাকায় তারা কর্মহীন। শান্তিপুর হাট খুলে দিলেও, প্লেন বাসের কারণে আসতে পারছেন না জেলার বাইরে ক্রেতারা। অবিলম্বে ট্রেন-বাস সকলের জন্য চালু করার দাবি জানান তারা। এ বিষয়ে আজ সকাল দশটা নাগাদ শান্তিপুর রেল স্টেশনে শান্তিপূর্ণ বিক্ষোভে টোটো, রিক্সা ভ্যান, মোটর ভ্যান সহ বিভিন্ন পরিবহন শ্রমিকরা তাদের নৈতিক সমর্থন জানিয়েছেন। তারাও দাবি তুলেছেন, তিন বেলা আহারের ব্যবস্থা না করে কর্মহীন হয়ে আর থাকতে চান না তারা।

Developed by