Breaking
26 Dec 2024, Thu

জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুরু হল কমিউনিটি কিচেন

জেএনএফ ওয়েব ডেস্ক : জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুরু করা হল কমিউনিটি কিচেন। রবিবার শহরের গান্ধী মূর্তির পাদদেশে থেকে শুরু হলো এই ব্যবস্থা। জলপাইগুড়ি পুরসভার 25 টি ওয়ার্ডে কমিউনিটি কিচেন চলবে বলে জানালেন যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৈকত চ্যাটার্জী। সৈকত বাবু বলেন, এ দিন অর্থাৎ রবিবার থেকে এই কমিউনিটি কিচেন শুরু হলো। একে একে পুরসভার সবকটি ওয়ার্ডেই তা করা হবে। প্রতিটি ওয়ার্ডে ৫০০জনকে দুপুরের আহার বিতরণ করা হবে। তবে যে ওয়ার্ডগুলো ছোট সেই ওয়ার্ডে ৩০০জন মানুষের জন্য এই খাবারের আয়োজন করা হবে। যতদিন পর্যন্ত কার্যত লকডাউন না উঠছে, ততদিন পর্যন্ত এই খাবার বিতরণ করা হবে প্রতিদিন বলে জানান সৈকত বাবু।

Developed by