Breaking
26 Dec 2024, Thu

শুক্রবার বীরপাড়ার দলমোর চা বাগানে হাতি হানায় মৃত্যু হয় এক বৃদ্ধের

জেএনএফ ওয়েব ডেস্ক :
গত শুক্রবার বীরপাড়ার দলমোর চা বাগানে হাতি হানায় মৃত্যু হয় এক বৃদ্ধের। সেই রেশ কাটতে না কাটতে ফের হাতির হানায় মৃত্যু হওয়ায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। জানা যায়, শনিবার রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের জয় বীরপাড়া চা বাগানের নিউ লাইন এলাকায়। ‌‌এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অখিলেশ ঠাকুর(৩৫)।স্থানীয় সূত্রে খবর, ঘর ভেঙে যুবককে টেনে বাইরে নিয়ে গিয়ে পিষে মারে হাতি।ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। বনকর্মীরা ঘটনাস্থলে দেহ উদ্ধার করতে গেলে স্থানীয় বাসিন্দারা বাধা দেন বলে খবর।এরপর ঘটনাস্থলে যায় বীরপাড়া থানার পুলিশ।বিক্ষুব্ধ এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে। মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে বলে খবর। এবিষয়ে দলগাঁও রেঞ্জের রেঞ্জার দোরজি শেরপা বলেন, ‘সরকারি নিয়মে মৃতের পরিবারের লোকজন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন এবং পরিবারের ১ জন হোমগার্ডের চাকরি পাবেন।’

Developed by