Breaking
26 Dec 2024, Thu

লকডাউনে কর্মহীন কীর্তন ও বাউল শিল্পীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল নবদ্বীপের চিন্তামণি কুঞ্জ

জেএনএফ ওয়েব ডেস্ক : লকডাউনে কর্মহীন কীর্তন ও বাউল শিল্পীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল নবদ্বীপের চিন্তামণি কুঞ্জ। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম ভূমি নবদ্বীপ ধাম তীর্থস্থান হওয়ার সুবাদে এই অঞ্চলে বসবাস করেন বহু কীর্তন বাউল শিল্পী। দীর্ঘ লকডাউনের জেরে ধর্মীয় স্থান গুলিতে ধর্মীয় অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার কারণে বর্তমানে তাঁরা কর্মহীন হয়ে পড়েছেন। যার ফলে অভাবের তাড়নায় দুর্বিষহ ভাবে দিন কাটাতে হচ্ছে ওই সব কীর্তন বাউল সংগীতের সাথে জড়িত শিল্পীদের পরিবারগুলোকে। মূলত সেইসব অসহায় শিল্পীদের কথা মাথায় রেখে শনিবার দুপুরে নবদ্দীপ বউ বাজার সংলগ্ন চিন্তামণি কুঞ্জ মন্দির প্রাঙ্গণ থেকে একশো জন শিল্পী পরিবারের হাতে তুলে দেওয়া হল ডাল, সোয়াবিন, তেল, নুন, সহ বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।এইদিনের বিতরণী অনুষ্ঠানে চিন্তামণি কুঞ্জ মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভা প্রশাসক বিমান কৃষ্ণ সাহা ও জাতীয় শিক্ষক তথা বিশিষ্ট সাংবাদিক বিজন কুমার সাহা সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। ভয়াবহ এই করোনা আবহে আগামী দিনেও কর্মহীন শিল্পীদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে চিন্তামণি কুঞ্জ বলে এই দিন জানান মন্দিরের অন্যতম কর্ণধার তথা সেবক কৃষ্ণেন্দু চক্রবর্তী।

Developed by