Breaking
26 Dec 2024, Thu

নয়াগ্রামে আবগারি ও পুলিশ যৌথ অভিযানে বড়সড় সাফল্য এল, বাজেয়াপ্ত হল প্রায় ৩৮৪০ লিটার চোলাই মদ ও উপকরণ, ২৭০ কেজি মহুয়া


জেএনএফ ওয়েব ডেস্ক : নয়াগ্রামে আবগারি ও পুলিশ যৌথ অভিযানে বড়সড় সাফল্য এল, বাজেয়াপ্ত হল প্রায় ৩৮৪০ লিটার চোলাই মদ ও উপকরণ, ২৭০ কেজি মহুয়া। নয়াগ্রামের মলম, বালিপাল, নিমাইনগর, পচাগেড়িয়া, গোপীনাথপুর প্রভৃতি গ্রামে হানা দিয়ে মাটি খুঁড়ে লুকিয়ে রাখা ৪ হাজার লিটার বেআইনি চোলাই মদ বাজেয়াপ্ত করল ঝাড়গ্রাম জেলা আবগারি দপ্তর ও নয়াগ্রাম থানার পুলিশ। অভিযানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা আবগারি দপ্তরের সুপার অর্নিবান স্যানাল। ঘটনায় চারটি মামলা রুজু করা হয়েছে। কেউ গ্রেফতার হয়নি।

Developed by