Breaking
26 Dec 2024, Thu

স্ত্রীর ৩১তম জন্মদিনে দুঃস্থ মানুষজনকে খাদ্য সামগ্রী বিতরণ করলেন স্বরূপ মুখার্জী

জেএনএফ ওয়েব ডেস্ক : গোটা বাংলা জুড়ে এখন মহামারী চলছে। করোনার করাল গ্রাসে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের।এই অবস্থায় হাজার হাজার মানুষ আজ কর্মহীন। নয়তো কোভিড আক্রান্ত হয়ে ঘরবন্দি।এই দুরহ পরিস্থিতিত সাধারণ মানুষের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়ালেন গাংনাপুর এরুলির মুখার্জি দম্পতি। সমাজসেবক স্বরূপ মুখার্জীর স্ত্রী মৌমিতা মুখার্জীর আজ ৩১ তম জন্মদিন। প্রতি বছরই এই দিনটিতে তারা সেলিব্রেশন করে থাকেন। এবছর মৌমিতা মুখার্জী নিজের জন্মদিনের সেলিব্রেশন না করে ওই টাকায় খাদ্য সামগ্রী তুলে দিলেন কোভিড আক্রান্তদের ও তাঁদের পরিবার বর্গের হাতে।বেশ কিছু টাকা তাঁরা তুলে দিলেন রেড ক্যান্টিনের পরিচালন কমিটির হাতে। কোভিড পরিস্থিতিতে মুখার্জি দম্পতির এহেন কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা।

Developed by