Breaking
27 Dec 2024, Fri

করোনাকালে ব্যাঙ্কে ও বিমা অফিসে কর্মী, গ্রাহক ও উপভোক্তাদের সংক্রমণ ঠেকাতে উদ্যোগ রেড ভলান্টিয়ারের সদস্যদের

জেএনএফ ওয়েব ডেস্ক : করোনাকালে ব্যাঙ্কে ও বিমা অফিসে কর্মী, গ্রাহক ও উপভোক্তাদের সংক্রমণ ঠেকাতে উদ্যোগ রেড ভলান্টিয়ারের সদস্যদের। শুক্রবার জলপাইগুড়ি শহরের তিনটি ব্যাঙ্কে জীবাণুমুক্তকরণের কাজ করলেন রেড ভলান্টিয়ারের সদস্য-সদস্যারা।
জেলার সদর শহরে লাগাম পরানো যাচ্ছেনা করোনা সংক্রমণে। সংক্রমণের ঝুঁকি নিয়েই ব্যাঙ্কে আসছেন গ্রাহকরা। ব্যাঙ্কে জন সমাগমের কারণে গ্রাহক ও ব্যাঙ্ক কর্মী উভয়েরই আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে শহরের ইউকো ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক ও ইন্ডিয়ান ব্যাঙ্কের শাখায় জীবাণুমুক্তকরণের কাজ করলেন শহরের সদর-১এর রেড ভলান্টিয়াররা। এদিনের কর্মসূচীতে সংগঠনের তরফে হাজির ছিলেন অনুভব দে, স্নেহা দত্ত, অর্ণব সরকার, সুমিত মাহাতো প্রমুখ। পরে অনুভব দে বলেন, করোনা মোকাবিলায় তাদের একাধিক কর্মসূচী চলছে। করোনাকালে তাদের কাজকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন মহল। তিনি আরও বলেন,করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে প্রচুর মানুষ ব্যাঙ্ক ও বীমা দপ্তরে যাচ্ছেন। সকল স্তরের গ্রাহক ও কর্মীদের স্বাস্থ্যের কথা ভেবেই তারা এধরণের উদ্যোগ নিয়েছেন। শহরের বিভিন্ন ব্যাঙ্কের শাখা ও বিমা অফিসগুলোকে এই কর্মসূচীর আওতায় আনা হয়েছে।

Developed by