Breaking
1 Nov 2024, Fri

জীবানু মুক্ত করা হয় উই কেয়ার ফাউন্ডেশন ও মিরা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে

জেএনএফ ওয়েব ডেস্ক : বিশেষ উদ্যোগ স্বেচ্ছাসেবী সংগঠনের। জলপাইগুড়ি শহরের পৌর এলাকার বড়ো বড়ো বাজার জীবানু মুক্ত করণ প্রক্রিয়ার কাজ করলেন দুই সংগঠন। এদিন বয়েলখানা বাজার, স্টেশন বাজার এবং ইন্দিরা কলোনির বাজার স্যানিটাইজেশন এর মাধ্যমে জীবানু মুক্ত করা হয় উই কেয়ার ফাউন্ডেশন ও মিরা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে। অতিমারি ও লকডাউনের প্রথম সময় থেকেই এই দুই সংগঠন এ ধরনের উদ্যোগ গ্রহন করেছেন। কখনো লকডাউনে রোগীর পরিজন দের জন্য রাতের খাবার ও আবার কখনো করোনা আক্রান্তের বাড়িতে ওষুধ ,খাবার ও স্যানিটাইজেশন সহ অন্যান্য সেবামূলক কাজের মধ্যমে মানুষের পাশে আছে। দুই সংগঠনের সম্পাদক ধীরাজ ঘোষাল ও সৌপ্তিক ঘোষ জানান, আগামীদিন গুলিতেও তাদের যৌথ ভাবে সেবামূলক কাজ কারার পরিকল্পনা রয়েছে।।

Developed by