Breaking
27 Dec 2024, Fri

লালগড় ব্লকে ‘হাই রেসটিকশন জোনে’র তালিকা দেখুন


জেএনএফ ওয়েব ডেস্ক : কনটেনমেন্ট জোনের বদলে লালগড় ব্লকে চালু হচ্ছে ‘হাই রেসটিকশন জোন’। আগামী ১৯ জুন রাত্রি ৯টা থেকে শুরু হচ্ছে এই বিধি-নিষেধ। আগামী ২৭ জুন ভোর ৫টা পর্যন্ত তা বলবৎ থাকবে বলে ১৭ জুন ঝাড়গ্রামের জেলাশাসক জয়সি দাশগুপ্ত স্বাক্ষরিত নির্দেশিকায় বলা হয়েছে। লালগড় ব্লকের লালগড়(এসআই চক থেকে লালগড় বাজার, মহাদেব চক থেকে চিকেন মার্কেট, নেতাই রোড থেকে লালগড় সব্জী বাজার, লালগড় হাসপাতালের পিছনের দিক থেকে মসজিদ, বাঘাখুলার সিআরপিএফ ক্যাম্পের বিপরীতে), রামগড়(রামগড়ের তৃণমূলের পার্টি অফিস থেকে বাসস্ট্যাণ্ড, রামগড় গ্রাম পঞ্চায়েত অফিস থেকে রামগড় স্কুল, রামগড় বালিকা বিদ্যালয় থেকে রামগড় সব্জী বাজার), দহিজুড়ি(ঝাড়ামুড়ার অঙ্কিতা নন্দীর বাড়ি থেকে পশ্চিমে তারাশঙ্কর দাস, উত্তরে চুনকা নন্দী, দক্ষিণে হারাধন হাঁসদার বাড়ি) এলাকায় এই নিয়ম বিধি বলবৎ থাকবে ওই নির্দিষ্ট দিন গুলিতে।

Developed by