Breaking
27 Dec 2024, Fri

কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে ঝাড়গ্রাম জেলায় বৃহস্পতিবার ৫২ লক্ষ টাকা প্রদান করা হল


জেএনএফ ওয়েব ডেস্ক : রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন। এদিন নবান্ন সভাঘর থেকে ভার্চুয়াল এক অনুষ্ঠানের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের নতুন স্কিম চালু করেন মমতা। সেই মত ঝাড়গ্রাম জেলায় জেলাশাসকের কার্যালয়ের অনুষ্ঠানে কিছু কৃষক পরিবার এবং জেলা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। জেলাশাসক জয়সি দাশগুপ্ত, অতিরিক্ত জেলাশাসক(উন্নয়ন) দীননারায়ণ ঘোষ উপস্থিত ছিলেন। ঝাড়গ্রাম জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে,‘বৃহস্পতিবার ২০২০-২০২১ সালের ২৬ জন কৃষকের মৃত্যুর পরিপ্রেক্ষিতে তাঁদের ৬৫ জন উত্তরাধিকারিকদের হাতে কৃষকবন্ধুর এককালীন অনুদান মোট ৫২ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।’

Developed by