জেএনএফ ওয়েব ডেস্ক : ঝাড়গ্রাম জেলায় মৃত কোভিড যোদ্ধার স্ত্রীর হাতে গ্রুপ ডি পদে চাকরির নিয়োগ পত্র তুলে দেওয়া হল। বৃহস্পতিবার ঝাড়গ্রামের জেলাশাসক কার্যালয়ের সিধু-কানু হলে এক অনুষ্ঠানের মাধ্যমের সেই নিয়োগ পত্র তুলে দেন জেলাশাসক জয়সি দাশগুপ্ত এবং সিএমওএইচ প্রকাশ মৃধা। জেলায় এই প্রথম কোভিড যোদ্ধা হিসেবে মৃতের স্ত্রী পিঙ্কি বেরা চাকরি পেলেন। সুকল্যাণ বেরা ঝাড়গ্রামের সিএমওএইচ অফিসের অ্যাকাউন্টস বিভাগের চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। ২০২০ সালের ১৫ অক্টোবর সুকল্যাণ বেরার করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২০ অক্টোবর সুকল্যাণকে কলকাতার ডিসান হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। গত ৬ নভেম্বর কলকাতার ডিসান হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পরিবারে রয়েছেন মা, স্ত্রী ও সাড়ে তিন বছরের এক ছেলে। সুকল্যাণের বাড়ি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-১ ব্লকের নয়াবসানে। এমনকি তিনি ছিলেন পরিবারে একমাত্র উর্পাজনশীল ব্যক্তি। কোভিড যোদ্ধা সুকল্যাণের মৃত্যুর পর এক সপ্তাহের মধ্যে রাজ্যে চাকরির জন্য সুপারিশ করে জেলা স্বাস্থ্য দফতর। এদিন নবান্নের সভাঘর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে নিয়োগপত্র তুলে দেওয়ার কথা ঘোষণা করার পর সুকল্যাণের স্ত্রী পিঙ্কি বেরার হাতে স্বাস্থ্য দপ্তরের ‘গ্রুপ ডি’ পদে চাকরির নিয়োগ পত্র তুলে দেওয়া হয়।