Breaking
27 Dec 2024, Fri

মাওবাদীদের হাতে খুন হওয়া ছাত্রনেতা অভিজিৎ মাহাতোর শহীদ স্মরণ পালন করল ঝাড়গ্রাম জেলা এসএফআই কমিটি


জেএনএফ ওয়েব ডেস্ক : মাওবাদীদের হাতে খুন হওয়া ছাত্রনেতা অভিজিৎ মাহাতোর শহীদ স্মরণ পালন করল ঝাড়গ্রাম জেলা এসএফআই কমিটি। বৃহস্পতিবার ১৭ জুন শহীদ নেতার বাড়ির সামনে করোনা বিধি মেনে পালন করা হয় স্মরণসভা। মানিকপাড়া কলেজের ছাত্র অভিজিৎ মাহাতোকে নৃশংসভাবে খুন করেছিল মাওবাদীরা। শুধু অভিজিৎ মাহাত নয় পার্থ বিশ্বাস, তিলক টুডু, ফুলচাঁদ মাহাতকে মাওবাদীরা খুন করেছিল। যাঁদের দু’চোখে স্বুপ্ন ছিল নতুন ভোরের। সেই ভোরের আলো ফোটার আগেই চিরঘুমে চলে যায় ছাত্রনেতারা। এদিন তাঁর স্মরণসভার বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঝাড়গ্রাম জেলা এসএফআই কমিটির সম্পাদক সৌতম মাহাতো, অভিজিৎ এর বাবা সহ ছাত্র নেতা-নেত্রীরা। ঝাড়গ্রাম জেলা এসএফআইয়ের সম্পাদক সৌতম মাহাতো বলেন,‘অভিজিৎ তোমার মৃত্যু নেই। তুমি মৃত্যুঞ্জয়ী। অভিজিৎকে খুন করে মেকী মাওবাদীরা কোন সমাজ বদলের রাজনীতি শুরু করেছিল তা আজ মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছেন। বেপোরোয়া উন্মত্ত ব্যক্তি হত্যারর রাজনীতি শুরু করেছিল, তার বিরুদ্ধে শপথ নেওয়ার দিন হোক অভিজিতের স্মরণ সভা। নৈরাজ্যবাদীরা সাময়িকী সফল হলেও তারা পারেনি কলেজ গেট থেকে স্বাধীনতা-গণতন্ত্র-সমাজতন্ত্রের পতাকাকে চিরতরে মুছে দিতে। পারেনি তথাকথিত জঙ্গলমহলে থেকে লাল ঝান্ডাকে মুছে দিতে। উড়ছে সাদা পতাকা, উড়ছে লাল পতাকা। চরম আতঙ্ক ও নৈরাজ্যের বাতাবরণ তৈরি করেছিল, তারা আজ বেপাত্তা! মানুষ জাগছে। ভয়কে জয় করতে বদ্ধপরিকর। অভিজ্ঞতায় মানুষ বুঝতে পারছেন গণতান্ত্রিক অধিকার, জীবন জীবিকার সংগ্রাম জোরদার করতে বাম ও গণতান্ত্রিক শক্তির বিকল্প অন্য কেউ হতে পারে না।’

Developed by