Breaking
1 Nov 2024, Fri

ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লকের লোকালয়ে হাতির সমস্যা সমাধানের জন্য ৯ দফা দাবির ভিত্তিতে জেলাশাসক ও ডিএফও-র কাছে ডেপুটেশন ঝাড়গ্রাম জেলা সমাজবাদী মোর্চা


জেএনএফ ওয়েব ডেস্ক : ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লকের লোকালয়ে হাতির সমস্যা সমাধানের জন্য ৯ দফা দাবির ভিত্তিতে জেলাশাসক ও ডিএফও-র কাছে ডেপুটেশন ঝাড়গ্রাম জেলা সমাজবাদী মোর্চা। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেতৃত্ব অশোক মাহাত, সৌম্য রায় চৌধুরী এবং ঝাড়গ্রাম জেলার সভাপতি হরিশ মাহাত সহ রাকেশ বিশ্বাস, মেঘনাথ মুদি, শ্যামল মুদিরা। তাঁদের মূল দাবি গুলি হল- ১) জঙ্গল কে আরো ঘন করে গড়ে তুলতে হবে। ২) জঙ্গলে অধিক পরিমাণে ফলের গাছ রোপন করতে হবে। ৩) জঙ্গলের মধ্যে বড়ো পুকুর খনন করতে হবে। ৪) এটি গ্রামীণ অর্থনীতিতে ধ্বংসাত্মক প্রভাব ফেলছে এবং ভবিষ্যতে ক্রমবর্ধমান অব্যাহত থাকবে, স্থায়ী সমাধানের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। ৫) হাতির অভয়ারণ্যের জন্য সরকার দ্বারা একটি রিজার্ভ অরণ্য তৈরি করা দরকার। ৬) হাতির চলাচল সম্পর্কে এলাকায় লাউড স্পিকার করার জন্য বন বিভাগ এবং স্থানীয় বন কমিটির মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ থাকতে হবে। ৭) ক্ষতিগ্রস্থ ফসলের ক্ষতিপূরণ বাড়াতে এবং দ্রুত ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করতে হবে। ৮) হাতির আক্রমণে গুরুতর জখম হয়ে কর্মক্ষমতা হারালে সেই ব্যক্তি কে মাসিক ভাতা নুন্যতম ১০,০০০ টাকা দিতে হবে। ৯) জঙ্গল এবং গ্রামকে ট্রান্স দিয়ে আলাদা করতে হবে। বনের কাছাকাছি বসতি গুলিকে পুনর্বাসিত করা।

Developed by