Breaking
26 Dec 2024, Thu

দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপে আক্রান্ত হলেন এক যুবক, শান্তিপুরের ১৮ নম্বর ওয়ার্ডে!

জেএনএফ ওয়েব ডেস্ক : দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপে আক্রান্ত হলে এক যুবক ঘটনাটি শান্তিপুর ১৮ নম্বর ওয়ার্ডের হরিজন সেট এলাকায়। পরিবারের অভিযোগ রাজ দেবনাথ(১৯) গতকাল রাত্রি নটা তিরিশ নাগাদ পাড়ায় তার দুই বন্ধুকে নিয়ে বসে ছিল তখনই বেশ কয়েকজন যুবক রাজ দেবনাথ এর উপরে হামলা চালায়। অভিযোগ তাকে ধারালো অস্ত্রের কোপ মারা হয়, এছাড়াও লোহার রড দিয়ে মারধর করা হয়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে রাজ দেবনাথ পরিবারের লোকজন ছুটে আসলে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর তড়িঘড়ি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য, বর্তমানে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রাজ দেবনাথ। পরিবারের অভিযোগ এর আগেও রাজ দেবনাথ এর উপরে হামলা চালিয়েছে বেশ কয়েকজন যুবক, গতকাল রাত্রে আবারো এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য। পুরো ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে রাজ দেবনাথ এর পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Developed by