Breaking
25 Dec 2024, Wed

প্রতীক্ষার অবসান, অক্সিজেন উৎপাদনকারী যন্ত্র এসে পৌছাল জলপাইগুড়িতে

জেএনএফ ওয়েব ডেস্ক : প্রতীক্ষার অবসান। অবশেষে অক্সিজেন উৎপাদনকারী যন্ত্র এসে পৌছালো জলপাইগুড়িতে। বুধবার যন্ত্রটি জলপাইগুড়ি সদর হাসপাতালের অক্সিজেন প্ল্যান্টে নিয়ে আসা হয়। সার্ভিস ইনচার্জ সন্দ্বীপ মান্নান বলেন, যন্ত্রটি বসানোর অল্পদিনের মধ্যেই অক্সিজেন উৎপাদন শুরু হয়ে যাবে এখান থেকে। উল্লেখ্য, জেলা স্বাস্থ্য দপ্তর থেকে এর আগেই জানানো হয়েছিল খুব দ্রুত সদর হাসপাতালের অক্সিজেন প্ল্যান্ট থেকে অক্সিজেন উত্পাদন শুরু হবে। সেই অনুযায়ী দ্রুত কাজ চলছে অক্সিজেন প্লান্টটির।

Developed by