Breaking
26 Dec 2024, Thu

‘নো মাস্ক নো এন্ট্রি’, যোগমায়া কালী মন্দিরের ষষ্ঠী পুজোয়

জেএনএফ ওয়েব ডেস্ক : কোভিড পরিস্থিতিতে সরকারী স্বাস্থ্যবিধি মেনে জলপাইগুড়ি ঐতিহাসিক যোগমায়া কালী মন্দিরে ষষ্ঠী পুজো অনুষ্ঠিত হল। মন্দিরের পুরোহিত কালাচাদ চক্রবর্তী বলেন,, সামাজিক দূরত্ব বজায় রেখে পূজা হচ্ছে। যারা পূজা দিতে এসেছেন সকলেই মাস্ক পড়ে পূজায় অংশগ্রহণ করে অঞ্জলী দিয়েছেন। যোগমায়া কালীবাড়ি কমিটির  পক্ষ্য অমিত কুমার রায় জানিয়েছেন,, মন্দিরের চারদিকে ফেস্টুন লাগানো হয়েছে ‘নো মাস্ক নো এন্ট্রি’ ।  সকলকেই হাত স‍্যানিটাইজ করে এবং মাস্ক পড়ে প্রবেশ করছেন মন্দিরে।গত বছরের থেকে এবছর ভিড় অনেক কম। এবছর ভক্তদের প্রসাদ বিতরণ করা হচ্ছে না কোভিড পরিস্থিতির কারণে।

Developed by