জেএনএফ ওয়েব ডেস্ক : করোনার কারণে রাজ্যে চলছে লকডাউন। আর এই লকডাউন এর কারণে বন্ধ পরিবহন ব্যবস্থা। আর তার জেরে লোশের মুখ দেখছেন লাল দই ব্যবসায়ীরা। কথিত আছে বর্ধমানের সীতাভোগ, শক্তিগড়ের ল্যাংচা, জয়নগরের মোয়া, রানাঘাটের পানতোয়া, নবদ্বীপের লাল দই। ভারত খ্যাত এই লাল দই একমাত্র নবদ্দীপ এই পাওয়া যায়। নবদ্বীপের নামকরা লাল দই আজ ক্ষতির মুখে। অনেকটাই লকডাউন এর কারণ এই ক্ষতির মুখ দেখছেন লাল দই ব্যবসায়ীরা। আজ জামাই ষষ্ঠী আর ষষ্ঠীর সকাল থেকেই শুরু হয়েছে রাজ্যজুড়ে অনাবৃষ্টি তার কারণেই জামাইরা শশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হতে পারছেন না পাচ্ছেন না বাজারের কেনাকাটি সর্তে। অন্যান্য বছর যেভাবে লাল দই এর চাহিদা লক্ষ্য করা যায় এ বছর দোকানে লাল দই সাজিয়ে বসে রয়েছে ব্যবসায়ীরা। একপ্রকার ক্ষতির মুখে খ্যাতিসম্পন্ন নবদ্বীপের লাল দই।