Breaking
26 Dec 2024, Thu

মুজনাই নদীর ভাঙনের ফলে ফালাকাটা ব্লকের হরিনাথপুর এলাকার শ্মশান ঘাট তলিয়ে যাওয়ার আশঙ্কা!

জেএনএফ ওয়েব ডেস্ক : মুজনাই নদীর পার ভাঙনের ফলে নদী গর্ভে চলে যেতে বসেছে ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের হরিনাথপুর এলাকার শ্মশান ঘাট। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত হরিনাথ পুর এলাকার মুজনাই নদী পাড়ের শ্মশানটি নদী ভাঙ্গনের জন্য নদীগর্ভে চলে যেতে বসেছে। এলাকা বাসীরা জানান, ‘শ্মশান ভেঙে পড়ার মূল কারণ পার ভাঙন। শ্মশানটি মুজনাই নদীর পাড়ে। ভরা বর্ষায় নদীর জল বাড়ার কারণে সম্প্রতি সেখানে ফাটল দেখা দিয়েছে। সেই ফাটল দিয়ে জল ঢুকে মাটির তলা ফাঁকা হয়ে গেছে। আর এর ফলে নবনির্মিত শ্মশানটি সম্পূর্ণ নদী গর্ভে চলে যায়।’এলাকার শ্মশানঘাটটি চলে যাওয়ায় বিপাকে স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, বারংবার গ্রাম পঞ্চায়েতে জানানো সত্ত্বেও কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে এই মুহূর্তে কোনো ব্যাক্তির মৃত্যু হলে সমস্যায় পরতে হচ্ছে এলাকাবাসীকে। গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোন সুরাহা হয়নি বলে অভিযোগ করেন তিনি।” এই প্রসঙ্গে দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত সদস্য নীল কমল দাস বলেন, শ্মশান তৈরির সময় অনেকটা জায়গা ছিল কিন্তু নদীর পার ভাঙ্গনের ফলে সেটি তলিয়ে যেতে বসেছে।বোল্ডার দিয়ে পার বাঁধের ব্যবস্থা করলে সমস্যা সমাধান হতো। বিষয়টি আমরা উর্ধতন কতৃপক্ষকে জানিয়েছি, আমরা দ্রুত শ্মশান ঘাট নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।”

Developed by