জেএনএফ ওয়েব ডেস্ক : গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির। বুধবার কদমতলার পাটগোলার সমিতির নিজস্ব অফিসে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। জলপাইগুড়ি ও কোচবিহারের বিভিন্ন ক্ষুদ্র চা শ্রমিকদের দৈনিক হাজিরা বৃদ্ধি করা হয়েছে। এদিন সমিতির সাথে বিভিন্ন ট্রেড ইউনিয়নের প্রতিনিধিদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত হয়। এপ্রিল মাস থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছেন জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষী সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী। এখন থেকে শ্রমিকরা ১৮৭ টাকা দৈনিক হাজিরা পাবেন বলে জানা গিয়েছে। এই হাজিরা বৃদ্ধির চুক্তির ফলে জলপাইগুড়ি,কোচবিহার জেলার ২৫ একর অবধি প্রায় ৩০,০০০ ক্ষুদ্র চা বাগানের ৫০,০০০ চা শ্রমিকদের সুবিধা হবে। গত বৎসর জুলাই মাসে হাজিরা বৃদ্ধি হয়েছিলো ১১ টাকা, এই বৎসর তা বেড়ে হল ২৬ টাকা।