জেএনএফ ওয়েব ডেস্ক : জলপাইগুড়ি শহরের হটস্পট করে মাইক্রো কনটেইনমেন্ট জোন করার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। বুধবার শহরে করোনা আক্রান্তের সংখ্যা মোট 98 বলে জানিয়েছেন পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সন্দ্বীপ মাহাতো। সাধারণ মানুষের প্রতি ফের তার অনুরোধ, অন্তত স্বাস্থ্যবিধি সকলে মেনে চলুন। রাজ্যের অন্যান্য জেলায় সংক্রমণের হার কিছুটা কমলেও জলপাইগুড়ি শহরে ফের সংক্রমণের হার বাড়ায় উদ্বিগ্ন পুরসভা। এদিন সন্দীপবাবু বলেন, জেলা প্রশাসন থেকে তাদের কাছে নির্দেশ এসেছে শহরের যে সকল এলাকায় করোনা সংক্রমনের হার বেশি তার একটি রিপোর্ট করে জেলা প্রশাসনকে জানাতে। পাশাপাশি এই সমস্ত এলাকাগুলোতে হটস্পট করে মাইক্রো কনটেইনমেন্ট জোন করার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানান সন্দীপবাবু। এ বিষয়ে বিস্তারিত তিনি বলেছেন শুনে নেব।