Breaking
26 Dec 2024, Thu

পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মাদারিহাটের বীরপাড়া শহরে সিপিএম- আরএসপি যৌথ মিছিল করল

জেএনএফ ওয়েব ডেস্ক : পেট্রোপণ্যের ক্রমাগত মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তার নামল বামেরা। বুধবার মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়া শহরে কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির বিরুদ্ধে আর,এস,পি,ও সিপিএম যৌথ ভাবে রাস্তায় নেমে প্রতিবাদ জানায়। অবিলম্বে পেট্রোল, ডিজেল নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ বিভিন্ন সামগ্রী দাম কমানোর দাবি জানান হয়। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন আর এস পি নেতা বিকাশ দাস। সিপিএমের রাজ্য কমিটির সদস্য রবিন রাই এবং ডুয়ার্স চা বাগান ওয়াকার্স ইউনিয়নের সভাপতি গোপাল প্রধান যৌথ ভাবে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে বলেন, মানুষের এই কঠিন পরিস্থিতি কেন্দ্রীয় সরকার পেট্রোপণ্য সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমাগত বাড়িয়ে চলছে। এভাবে চলতে থাকলে বামেরা গরীব মানুষের স্বার্থে বৃহত্তর আন্দোলনে নামবে।

Developed by