Breaking
26 Dec 2024, Thu

হাতির তাণ্ডব জলপাইগুড়ি শহরের অদূরে ডেঙ্গুয়াঝাড় চা বাগান এলাকায়

জেএনএফ ওয়েব ডেস্ক : এবার হাতির তাণ্ডব জলপাইগুড়ি শহরের অদূরে ডেঙ্গুয়াঝাড় চা বাগান এলাকায়। চাঞ্চল্য এলাকাজুড়ে। খবরে প্রকাশ, মঙ্গলবার বাগানের পশ্চিম লাইনে ঢুকে পড়ে দুলছুট একটি হাতি। কালিয়াগঞ্জ ও বাগান জুড়ে হাতিটি ছুটোছুটি করতে থাকে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় সমগ্র এলাকাজুড়ে। এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। এই প্রথম এই এলাকায় হাতি ঢুকল দাবি স্থানীয়ের। চা বাগান ও লোকালয়ে দাপিয়ে বেড়ায় হাতিটি। প্রচুর মানুষ ও চা বাগানের শ্রমিকেরা হাতি দেখতে ভিড় জমিয়েছিলেন। জানা গিয়েছে, পাশেই রয়েছে বৈকুণ্ঠপুর জঙ্গল। সেখান থেকে হাতিটি ঢুকে পরে লোকালয়ে। পড়ে বনকর্মী এলাকায় আসেন। হাতিটি জঙ্গলে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা।

Developed by