Breaking
26 Dec 2024, Thu

ফের করোনা সংক্রমনের সংখ্যা বাড়ল জলপাইগুড়ি শহরে

জেএনএফ ওয়েব ডেস্ক : ফের করোনা সংক্রমনের সংখ্যা বাড়ল জলপাইগুড়ি শহরে। মঙ্গলবার পুরসভা অন্তর্গত এলাকায় নতুন করে ৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানালেন পুর প্রশাসক সন্দীপ মাহাতো। সন্দীপ বাবু বলেন, মাঝেমধ্যেই করোনা সংক্রমনের হার বেড়ে যাচ্ছে শহরে। তাই এদিনও তিনি সকলের প্রতি সাবধানে ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন। পাশাপাশি জামাইষষ্ঠী বাজারসহ বিভিন্ন বাজারে মানুষের অযথা ভিড় না করার জন্য ফের তিনি অনুরোধ করেছেন সকলের প্রতি। পশ্চিমবঙ্গ সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চলছে দুয়ারে ভ্যাকসিন। বুধবার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে এই ভ্যাকসিনেশনের কাজ করা হবে বলে জানান সন্দীপবাবু।

Developed by