জেএনএফ ওয়েব ডেস্ক : বিদ্যাসাগর ক্লাস টু পর্যন্ত পড়েছে। তারপর আর তার পড়াশোনা হয়নি। এর অন্যতম কারণ দারিদ্র্য। মায়ের সাথে প্রতিদিন জলপাইগুড়ি শহরের দিনবাজার সেতুর উপর সবজি বিক্রি করে সে। মায়ের সাথে সহযোগিতা করে সারাদিন যা আয় হয়, তা দিয়েই চলে বিদ্যাসাগরদের পরিবার। তবে বিদ্যাসাগরের পাশে এবার জলপাইগুড়ির “পাশে আছি” প্রকল্পের সদর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। তবে এ বিদ্যাসাগর অন্য বিদ্যাসাগর। ওর নাম বিদ্যাসাগর পাশওয়ান। মঙ্গলবার দিনবাজার এলাকায় বিদ্যাসাগরকে বেশ কিছু পড়াশুনার সরঞ্জাম ও খাদ্য দ্রব্যাদি দিতে এসে শিক্ষক-শিক্ষিকারা জানান, আগামী দিনে যাতে বিদ্যাসাগর বিদ্যালয়ে নতুন করে পড়াশোনা শুরু করতে পারে তার জন্য প্রচেষ্টা তারা চালাবেন। কারণ ওর এখন পড়াশোনা করার বয়স, কাজ করার বয়স নয় বলে জানান তারা।