Breaking
25 Dec 2024, Wed

শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম ও ইন্ডোর স্টেডিয়ামকে নতুন রূপ দিতে অরূপ বিশ্বাসের সাথে বৈঠক গৌতম দেবের

জেএনএফ ওয়েব ডেস্ক : প্রতিনিয়ত শিলিগুড়ি শহরের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে মানুষের জীবনযাত্রায় এসেছে পরিবর্তন। বর্তমানে শিলিগুড়ির অধিকাংশ মানুষের বাড়িতে রয়েছে এয়ারকন্ডিশোনার মেশিন সেই দিক থেকে বেড়েছে বিদ্যুতের চাহিদা। তাই শহরে বিদ্যুতের যোগান বাড়ানোর সবচাইতে প্রয়োজন উন্নত পরিকাঠামো। সেই লক্ষ্যে শিলিগুড়িতে যাতে বিদ্যুতের দুর্ঘটনা রুখা যায় সেই বিষয়টিকে মাথায় রেখে শিলিগুড়িতে আন্ডারগ্রাউন্ড ক্যাবলিন ব্যবস্থার প্রস্তাব দিলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক। একইসাথে শিলিগুড়ির ইনডোর স্টেডিয়াম ও কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে একটি পূর্ণাঙ্গ রূপ দিতে তৎপর গৌতম দেব। জানা গেছে ইনডোর স্টেডিয়ামকে নতুন করে তৈরি করার একটি প্রকল্প জমা দেবে শিলিগুড়ি পুরনিগম। সেইসাথে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে নতুন করে সাজিয়ে তুলতে রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রীর সাথে বৈঠক করেন গৌতম দেব। এদিন বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গৌতম দেব বলেন, শহরে বিদ্যুতের চাহিদা বাড়ছে তাই শহরে যাতে আন্ডারগ্রাউন্ড ক্যাবলিং ব্যবস্থা করা যায় সেই বিষয় নিয়ে রাজ্যের ক্রীড়া ও বিদ্যুৎ মন্ত্রীর সাথে কথা হয়েছে। সেই সাথে খেলাধুলার উন্নয়নে ইন্ডোর স্টেডিয়ামকে নতুন ভাবে তৈরি করতে এবং কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে একটি পূর্ণাঙ্গ রূপ দিতে খুব শীঘ্রই প্রকল্প জমা দেয়া হবে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী চান স্টেডিয়াম একটি পূর্ণাঙ্গ রূপ পাক। অন্যদিকে এদিন অরূপ বিশ্বাস বলেন,শিলিগুড়িতে এই মুহূর্তে মানুষকে ভালো পরিষেবা দিচ্ছে শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ড। প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় দুঃস্থ মানুষদের খাদ্য দেওয়া থেকে শুরু করে সমস্ত রকমের পরিষেবা পৌঁছে দিচ্ছে বোর্ড।

Developed by