জেএনএফ ওয়েব ডেস্ক : মঙ্গলবার জামাইষষ্ঠী বাজারকে কেন্দ্র করে জলপাইগুড়ি শহরে কার্যত লকডাউনের বিধি নিষেধ ভুলেই গেলেন শহরের সাধারণ মানুষ। এদিন সকাল থেকেই অস্বাভাবিক ভিড় লক্ষ্য করে গেল শহরের দিনবাজার এলাকায়। আর এই ভিড়ের কারণে যানজটে আটকে রইল দীর্ঘক্ষন টোটো থেকে সাইকেল, বাইক, সাধারন মানুষ। ট্রাফিক পুলিশ এলাকায় থাকলেও তা সংখ্যায় ছিল খুবই নগণ্য। ফলে যানজট মুক্ত করতে জেরবার হতে হয় পুলিশকর্মীদের। শহরের বাসিন্দা দেবজিত সরকার আশংকা প্রকাশ করেছেন এদিনের বাজারের ভিড় নিয়ে। তিনি বলেন, এই প্যানডেমিক সিচুয়েশনে এতটা ভিড় সত্যিই চিন্তার বিষয়। সাধারণ মানুষকে আরও সচেতন হয়ে চলাচল করা উচিত বলে জানান তিনি। প্রাক্তন কাউন্সিলর তথা পুরসভার কো-অর্ডিনেটর নিপু সাহা বলেন, জামাইষষ্ঠীর বাজারের জন্য এ ধরনের ভিরো যানজটের সৃষ্টি হয়েছে। তবুও সাধারণ মানুষকে আরও সচেতন হয়ে চলাচলের অনুরোধ জানিয়েছেন তিনি।