Breaking
26 Dec 2024, Thu

বিএসএনএলের মোবাইল টাওয়ারে বজ্রপাত,১৫ দিন যাবৎ পরিষেবা বন্ধ

জেএনএফ ওয়েব ডেস্ক : বিএসএনএলের মোবাইল টাওয়ারে বজ্রপাত,আর তার জেরে গত ১৫ দিন যাবৎ বিএসএনএল পরিষেবা ব্যাহত নদিয়ার রানাঘাট রথতলার বিস্তীর্ণ এলাকা। প্রসঙ্গত করোনা আবহে যখন অনেকেই ওয়ার্ক ফরম হোম করতে হচ্ছে, ছাত্র ছাত্রীদের লেখা পড়ার জন্য যখন অনলাইন ক্লাসই ভরসা তখন টানা ১৫ দিন মোবাইল পরিষেবা ব্যাহত হওয়ায় সমস্যায় পড়েছেন পড়ুয়া থেকে শুরু করে চাকরিজীবীরা। যদিও বিষয়টির দ্রুত সমাধান করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে বিএসএনএল কতৃপক্ষের তরফে। এখন কত দিনে এই মোবাইল পরিষেবা সচল হয়, তার অপেক্ষাতেই এলাকার মানুষজন।

Developed by